সরকার ঘোষিত ১৮ দফা নিয়মাবলির প্রতি শ্রদ্ধা রেখে বিআরটিসি বাসযাত্রী ও শ্রমিকদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাকালীন বর্ধিত ভাড়াও কমিয়েছে তারা।
বরিশাল বিআরটিসি বাস ডিপো ট্রেনিং সেন্টার এর আয়োজনে বৃহস্পতিবার,১ এপ্রিল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিসি বাস ডিপো ডিপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ মনিরুজ্জামান (বাবু), ও পরিচালনা পর্ষদ সদস্য আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তা।
বরিশাল বাস ডিপো থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ৩৩টি বিআরটিসি বাস চলাচল চরছে। সরকার ঘোষিত প্রতি সিটের পাশে ফাকা রেখে যাত্রি বহন করার আদেশ জারীর পর থেকে বিআরটিসি আগের ৩শত টাকা ভাড়ার স্থানে ৪শত ৫০ টাকা নির্ধারণ করা সত্বেও তারা যাত্রীদের স্বার্থে ৪’শত টাকা ভাড়া নিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন।
সরকারের নতুন আদেশ না আসা পর্যন্ত এই সেবা চালু রাখবেন বলেন জানান বাস ডিপো পরিচালনা পর্ষদ সদস্য আবুল কালাম আজাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস