Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিআরটিসি’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার দ্বিতীয় প্রান্তিকের সভা অনুষ্ঠিত
বিস্তারিত

বিআরটিসি’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার দ্বিতীয় প্রান্তিকের সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত
Facebook Twitter LinkedIn Whatsapp

বিআরটি’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার মিরপুরের বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্টেকহোল্ডারগণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআরটিসি’র পরিচালক (অর্থ ও হিসাব), ড. অনুপম সাহা (যুগ্মসচিব) বলেন, ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বাস্তবায়নের লক্ষে আমাদের মাঝে উপস্থিতসহ সর্বসাধারণ সকলেই আমাদের অংশীজন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিসি যে অনন্য উচ্চতায় পৌছে গেছে এ সম্পর্কে সকলেই জানেন।


উন্মোক্ত আলোচনা পর্বে মোহাম্মদ আতিকুর রহমান লিটন বলেন, ‘দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের বিশ্রামের জন্য এখানে একটি কাউন্টার নির্মাণ করা প্রয়োজন।’

বিআরটিসির চেয়ারম্যান পর্যায়ক্রমে ভাড়াটিয়া তুলে দিয়ে বিশ্রামের জন্য যাত্রী কাউন্টার নির্মাণ করা হবে বলে জানান।


সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘বিআরটিসির একটি গাড়িও দৃষ্টিকটুর থাকার সুযোগ নেই। বিআরটিসির ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করতে হবে। ভারী মেরামতকৃত গাড়িগুলো মেরামতের জন্য ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দক্ষ কারিগর তৈরি করার লক্ষে গাজিপুর প্রশিক্ষণ কেন্দ্র এবং তেজগাঁও মেরামত কারখানাতে আবাসিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসি’কে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানটির সঞ্চালক মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) ফাতেমা বেগম বিআরটিসির উন্নয়নের স্থিরচিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।



https://www.dainikbangla.com.bd/national/37127?fbclid=IwAR0VmBxco3SJInX0cveeCbDy-hFemjPx4PDTPbDAgPCScbHL9k7I084Ch3k

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2024
আর্কাইভ তারিখ
01/01/2026